নরসিংদীতে জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনায় অভিযোগে নরসিংদীতে জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২৩ আগস্ট) দুপুর সোয়া ১২ টার  শিবপুর উপজেলার জামায়াত নেতা মো. মোস্তাফিজুর রহমানের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন আজ বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানাধীন দুলালপুর মধ্যপাড়া তালতলায় শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মোস্তাফিজুর রহমান কাউছারের বাড়ি থেকে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করছিল। এসময় বিভিন্ন ধরনের বই এবং চাঁদা আদায়ের রশিদ বইসহ জামায়েত ইসলামীর পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃতরা হলেন, ইসহাক ফকিরের ছেলে মো. মোশারফ ফকির (৪২), মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আল আমিন,  মো. ইসহাক মিয়ার ছেলে মনজুর হোসেন (৫৩), মৃত কাজী আবুল কাশেমের ছেলে কাজী ইদ্রিস মিয়া (৫৫) এবং  মৃত আব্দুল জলিলের ছেলে সারোয়ার হোসেন মোল্লা (৫৫)। তারা রায়পুরা ও শিবপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //