Logo
×

Follow Us

জেলার খবর

২৫ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না শাহাদাত দম্পতির

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১৫:২৭

২৫ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না শাহাদাত দম্পতির

শাহাদাত হোসেন ও তার ‍স্ত্রী নূরজাহান বেগম। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় আমজাদ হোসেন হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাত হোসেন দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বুধবার (২৩ আগস্ট) রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর এলাকার মৃত শফি প্রামানিকের ছেলে শাহাদাত হোসেন (৭০) এবং তার ‍স্ত্রী মোছা. নূরজাহান বেগম (৬৫)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনকে তার বাড়িতে গিয়ে হত্যা করে শাহাদাত হোসেন। পরে আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শাহাদাত হোসেন এবং নুরজাহান বেগমের বিরুদ্ধে নাটোর সদর থানায় এজাহার দায়ের করেন। সেই সময় পুলিশ নুরজাহান বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। কিন্তু শাহাদাত হোসেন ঘটনার পর হতে কৌশলে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে নুরজাহান বেগম আদালত থেকে জামিনে বের হয়ে শাহাদাত হোসেনের সঙ্গে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ২০১৬ সালে আদালত শাহাদাত হোসেন এবং নুরজাহান বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর ২৩ আগস্ট বুধবার তাদের ঢাকা আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫