Logo
×

Follow Us

জেলার খবর

মেহেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১৬:৫৪

মেহেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তি। ছবি: মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি তাসলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মুজিবনগর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড়বলদিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন।

এদিকে তাসলিম উদ্দিনকে গ্রেপ্তারের খবর পেয়ে মুজিবনগরের বিক্ষুব্ধ এলাকাবাসী মুজিবনগর থানা গেটের সামনে জড়ো হয়ে তাসলিম উদ্দিনের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন। 

জানা গেছে, মঙ্গলবার (২২ আগস্ট) মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে এই ধর্ষণ ঘটনা ঘটে। অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক ছিলেন। এ ঘটনায় ওই দিনই শিশুর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে তাসলিম উদ্দিনকে আসামি করে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন। আসামি তাসলিম উদ্দীন মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের বিলাত মিস্ত্রীর ছেলে।

এ বিষয়ে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। মামলা হওয়ার সাথে সাথে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযানে নামে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫