Logo
×

Follow Us

জেলার খবর

নীলফামারীতে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১৮:০৬

নীলফামারীতে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত জামায়াত-শিবির নেতাকর্মীরা। ছবি: নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোর থেকে আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম মোক্তার পাড়া গ্রামে আবুজার রহমান (৫২), পঞ্চপুকুর ইউনিয়নের হাবেরতল গ্রামের আলী হোসেন (৪৫), চাপড়া সরমজানী ইউনিয়নের আতিয়ার রহমান (৫৫), চাপড়া নাড্ডিপাড়া গ্রামের রাহিদুল ইসলাম (২৭), আরাজী কুচিয়ার মোড় গ্রামের সেরাজুল ইসলাম (২০), নতিব চাপড়া গ্রামের রুবেল ইসলাম (২৫), ফুলদ্দিন (৫৭) ও মমিনুর রহমান (৫৪) এবং বাবড়ীঝাড় গ্রামের হাফিজুর রহমান (২৭), জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নুর আলম (৩৭), জামায়াত কর্মী ওসমান গণি (৪০), নুরুল আমিন (৪৫), আবু তালেব (৪৮) ও ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রাজ্জাক (৩৫), সহকারী সেক্রেটারি আব্দুল মোমিন (৩৩) এবং ডোমার উপজেলার পূর্ব আমবাড়ি গ্রামে রশিদুল ইসলাম (৩৬)।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম বলেন, জলঢাকা থানায় ২০২৩ সালের ২৭ এপ্রিলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের পলাতক জামায়াত-শিবিরের সক্রিয় নেতাকর্মীকে এবং নাশকতার কাজে লিপ্তসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তবে নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম বলেন, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেককে পুলিশ বাড়ি ও স্থানীয় বাজার এলাকা থেকে গতরাতে তুলে নিয়ে গেছে। সম্পূর্ণ সাজানো মামলায় ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযুক্তরা কোনো ওয়ারেন্টভুক্ত মামলার আসামি নন বলে তিনি দাবি করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫