২৩ দিন পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। এর আগে শুল্ক কর বৃদ্ধি করায় পাথর আমদানি বন্ধ রাখেন দেশীয় ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে ২টি ভারতীয় বোল্ডার বোঝাই ট্রাক ভারতের ফুলবাড়ী সীমান্ত অতিক্রম করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করে। এতে আবারো কর্মচাঞ্চল্য শুরু হয় বন্দরে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বিকেল পর্যন্ত দুটি পাথর বোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করেছে। আরো কিছু ট্রাক আসার অপেক্ষায় আছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বলেন, পাথর আমদানি বন্ধের পর থেকে বন্দরে স্থবিরতা বিরাজ করছিল। ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকেরা চরম বিপাকে পড়েন। কারণ আমাদের এই বন্দরটি পাথর নির্ভর।
এর আগে গত ৩১ জুলাই শুল্ক বিভাগ এই বন্দর দিয়ে দুই দেশ থেকে আমদানিকৃত পাথরের ধার্য্যকৃত মূল্য ভারতের পাথরে ১ ডলার বৃদ্ধি করে ১৩ ডলার আর ভুটানের পাথরে ৩ ডলার বৃদ্ধি করে ২৪ ডলার করে। মূল্য বৃদ্ধির কারণে এতদিন পাথর আমদানি বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh