ব্রাহ্মণবাড়িয়া দুর্নীতির অভিযোগে ইউপি কার্যালয়ে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ২০:২৬

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ২নং মেহারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিক্ষুব্ধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেনের নানা দুর্নীতির বিষয় তুলে ধরে বিচার চেয়ে এই বিক্ষোভ করেন।
এসময় বক্তব্য রাখেন- যমুনা গ্রাম মসজিদের ইমাম হাফেজ আবুল কালাম, মেহারী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস, এম শামীম, মো. সুমনসহ স্থানীয় এলাকাবাসী।
এসময় ভুক্তভোগীরা বলেন, ওয়ারিশ সার্টিফিকেট, জন্মনিবন্ধন, ট্রেডলাইসেন্সসহ যেকোনো জরুরি কাগজপত্র পেতে ১১শ থেকে ১২শ টাকা দিতে হচ্ছে। সরকারিভাবে এত টাকা নেওয়ার কোনো নিয়ম না থাকলেও চেয়ারম্যানের নির্দেশে ওই ইউনিয়নের উদ্যোক্তা খালেদ মাসুদসহ একটি চক্র সবার কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে যা পুরোপুরি অন্যায়। তারা সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন চার্জের কথা বলে অতিরিক্ত টাকা বাগিয়ে নিচ্ছে।
তারা আরো বলেন, বর্তমান সরকার নাগরিক সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ওই চক্রটি ইউনিয়ন পরিষদে সেবার জন্য আসা জনসাধারণকে নানাভাবে হয়রানি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ২নং মেহারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সকল অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোন টাকা রাখা হয় না। আমার প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মান সম্মান ক্ষুণ্ণ করেছে আমি এর সঠিক বিচার চাই।