Logo
×

Follow Us

জেলার খবর

কুষ্টিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল মা-মেয়ের

Icon

কু‌ষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ২০:৫৮

কুষ্টিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল মা-মেয়ের

প্রতীকী ছবি

কু‌ষ্টিয়ায় বিষাক্ত সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাসের কন্যা সন্তান নুসরাত জাহানের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২৩ আগস্ট) রাতে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইব্রাহীমের বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইব্রাহীমের স্ত্রী ও তার মেয়ে।

কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান ঝন্টু সত্যতা স্বীকার করে জানান, বুধবার রাতে প্রতিদিনের মতো নিজ শয়ন কক্ষে শুয়ে ছিলেন আয়েশা ও তার শিশু সন্তান। 

এসময় তাদের দুইজনকে বিষাক্ত সাপ কামড় দেয়। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির মৃত্যু হয়। মাকে চিকিৎসার জন্য কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে তারও মৃত্যু হয়। পরে গ্রামবাসী ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে বিষধর কালচে সাপ উদ্ধার করে। 

এমন ঘটনায় ভবানীপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫