আবারও বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি, নিম্নাঞ্চলের ৫ হাজার পরিবার পানিবন্দী

উজানের ঢল ও বর্ষণে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে গত চারদিন থেকে নিম্নাঞ্চলের পাঁচ হাজার পরিবার পানিবন্দী রয়েছেন। কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি। 

আজ সোমবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরে বেলা গড়ার সাথে সাথে পানি বেড়ে বিকাল ৩টায় বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আবারও বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।

এর আগে গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তিস্তা ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। গত চারদিন থেকে তিস্তা চর এলাকা ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পাঁচ হাজার পরিবার পানিবন্দী রয়েছেন।

গতকাল রবিবার (২৭ আগস্ট) সকাল থেকে উজানের ঢল কম আসায় কিছু বাড়ি ঘর থেকে পানি নামে গেছে। তবে এখনো পানিতে ডুবে আছে আমন ধানসহ অনেক ফসলি জমি। নদী চর ও নিম্নাঞ্চলের অনেক বাড়ি ঘরের উঠনে পানি রয়েছে। এখনো  অনেক রাস্তায় পানি রয়েছে। জেগে উঠা রাস্তায় জমে আছে কাদা মাটি। ফলে এখনো যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। কিছুটা উঁচু বাড়ি ঘর থেকে পানি নেমে গেলেও ঘরে বাইরে জমে আছে কাদা মাটি। ফলে তাদের চলাচলে কষ্ট হচ্ছে। উঁচু স্থানে চুলা জ্বালিয়ে রান্নার কাজ করছেন। এখনো অনেক বাড়িতে নলকূপ, টয়লেট পানিতে তলিয়ে আছে। বিশুদ্ধ পানি সংকট ও স্যানিটেশন সমস্যায় পড়েছেন বানভাসি মানুষ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানান, উজান থেকে পাহাড়ি ঢল কম আসায় দ্রুত কমতে শুরু করলেও আজ দুপুর থেকে আবারও বৃদ্ধি পাচ্ছে তিস্তা নদীর পানি।

জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, লালমনিরহাটে বন্যা কবলিত এলাকায় সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। জেলায় দুর্যোগকালীন ত্রাণ মজুদ আছে। সংশ্লিষ্ট উপজেলা ইউএনও এবং পিআইওর মাধ্যমে তা বিতরণ চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //