নীলফামারী জেলার ডোমারে আলোচিত ডাকাতির ঘটনায় নেতৃত্ব দেওয়া কুখ্যাত ডাকাত নরেশ চন্দ্র দাশ ওরফে টন্নাকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহার করা একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি এলাকার জেলেপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্র জানায়, ডোমারের ছোট রাউতা গ্রামের জেলেপাড়া এলাকার পুরোহিত বিজয় চক্রবর্তির বাড়িতে গত পহেলা মে মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটে। ১০/১২জনের ডাকাত দল মুখে কালো রং মেখে বাড়ির লোকদের দেশিয় অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে তাদের জিম্মি করে ১লাখ ৮৮হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, ৪ ভরি রুপার অলংকার, কাসার প্লেট, বাটি, ৫টি মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় পরদিন থানায় মামলা করেন বাড়ির মালিক বিজয় চক্রবর্তি। মামলার পর পরেই ব্যাপক অভিযান চালিয়ে ৯ জন ডাকাতকে গ্রেপ্তার করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ওসি মাহমুদ উন নবী।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, ডাকাতের দল মুখে কালো রং মেখে ও মাস্ক পরিহিত অবস্থায় ওই বাড়িতে প্রবেশ করেছিল। এ নিয়ে এ ঘটনায় আগে ৯ জন ও টন্নাসহ দশজনকে গ্রেপ্তার করা হলো। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ওসি বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি ডাকাতির ঘটনায় ব্যবহার করতো টন্না। নরেশ ওরফে টন্নার বিরুদ্ধে রংপুর কোতোয়ালী থানার একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নীলফামারী গ্রেপ্তার ডোমার উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh