তিন বনপ্রহরী অপহরণের ঘটনায় অস্ত্রসহ একজন আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬

আটক ফয়সাল কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ছবি: প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার বন বিভাগের পাহারা দলের তিন সদস্যকে উদ্ধারের পর অভিযান চালিয়ে অস্ত্রসহ ফয়সাল (২৮) নামে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
আটক ফয়সাল কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাইশপাড়ী পাহাড়ের পাদদেশ থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ।
তিনি বলেন, অপহৃত বন বিভাগের তিন প্রহরীকে দুপুরে উদ্ধারের পর অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজসহ এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত শুক্রবার পাহাড়ে সংঘবদ্ধ অপহরণ চক্রের সন্ত্রাসীরা বনপ্রহরীদের অপহরণ করে বলে অভিযোগ করে পরিবারের সদস্যরা। মুক্তিপণ হিসেবে তাদের পরিবারের কাছে জনপ্রতি ২০ লাখ করে ৬০ লাখ টাকা দাবি করা হয়েছিল। পরে টাকার পরিমাণ কমিয়ে জনপ্রতি ১০ লাখ টাকা করে দাবি করে সন্ত্রাসীরা।
আটক অপহরণকারী এবং এই দলের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।