
প্রতীকী ছবি
নীলফামারী জেলার ডোমারে পল্লবী রায় (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে বলে দাবি করছেন নিহতের স্বজনরা। আর স্বামীর স্বজনরা বলছে আত্মহত্যা।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা বাবুপাড়া এলাকার পোড়া মানিকের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত পল্লবী রানী ওই গ্রামের টোল কালিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বদেব রায়ের স্ত্রী। তিনি নীলফামারী কলেজের অর্নাস শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পল্লবী রায়ের প্রায় ৫ বছর বয়সী আগের স্বামীর অনন্যা নামে এক কন্যা সন্তান রয়েছে। পল্লবী রায়ের মৃত্যুর পর থেকেই তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে ডোমার সার্কেল আলী মো. আব্দুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে।