Logo
×

Follow Us

জেলার খবর

নেত্রকোণা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Icon

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৭

নেত্রকোণা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ইয়াবাসহ আটককৃত ব্যক্তি। ছবি: নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলায় ৯৬৫পিস ইয়াবাসহ সোহেল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বৈরাটি ইউনিয়নের নিজ-আলমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহেল ওই গ্রামের কিতাব আলীর ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে এসআই মো. হাফিজুর রহমানের নেতৃত্বে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম পূর্বধলা থানাধীন বৈরাটি ইউনিয়নের নিজ-আলমপুর এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় সোহেলকে ৯৬৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

তিনি আরো জানান, পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের নির্দেশে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় শ্যামগঞ্জের ৯৬৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫