সিরাজগঞ্জের কাজিপুরে অনলাইন জুয়ার এজেন্টসহ ছয়জনকে আটক করেছে র্যাব-১২ এর একটি আভিযানিক দল।
আটককৃতরা হলেন- মো. রবিউল হাসান (২১), মো. ফেরদৌস আলী (২৭), মো. রাসেল রানা (২৩), মো. রায়হান কবির (২৮), মো. সুইট রেজা (২৬), মো. ইলিয়াস উদ্দিন (৩৬)।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাশেম সবুজ জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন গোদাগাড়ী গাড়াবেড় গ্রামস্থ মৃত আশাদুল ইসলামের বসতবাড়ির পশ্চিম দুয়ারী টিনের ঘরের ভিতরে, অভিযান চালিয়ে জুয়ার সাইট ক্যাসিনো পরিচালনাকারী একটি সংঘবদ্ধ অনলাইন জুয়ারিচক্রের এজেন্টসহ ছয়জনকে আটক করে। এছাড়াও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরো জানান, একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে জুয়ার সাইট ক্যাসিনো পরিচালনা করে আসছিল। সাইটগুলো পরিচালনার লক্ষ্যে বিভিন্ন স্বনামধন্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ লেনদেন করাসহ অনলাইনে বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে অনুনোমোদিত ব্যবসা করে বিভিন্ন ব্যক্তিকে এই অনলাইনে ডলারের মাধ্যমে জুয়া খেলার জন্য উৎসাহিত করত।
আটককৃত আসামিদের সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh