মানিকগঞ্জে গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম তাসলিমা আক্তার (২৫)। তিনি উকিয়ারা গ্রামের জাহিদুল ইসলামের (৩৫) স্ত্রী। এই দম্পতির ৭ ও ৪ বছর বয়সী দুই ছেলে আছেন।

এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা আহম্মদ আলী বাদী হয়ে আজ রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেছেন। সেই মামলায় জাহিদুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

জাহিদুল সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকরি করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //