Logo
×

Follow Us

জেলার খবর

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৫

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

পরিবারটিতে চলছে শোকের মাতম। ছবি: নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সদর পলাশবাড়ি ইউনিয়নে রেনু রানী (৪৩) নামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে । 

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে নীলফামারী সদর পলাশবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের তরনিবাড়ী গ্রামে মাজাপাড়া এলাকায় এঘটনাটি ঘটে।

মৃত গৃহবধূ ঐ এলাকার সুবল চন্দ্র রায় স্ত্রী ও দুই সন্তানের জননী।

সংশ্লিষ্ট ঐ ওয়ার্ডের সদস্য সুনীল চন্দ্র রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  

স্থানীয় সূত্রে জানাজায়, সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় বাড়ির কাজকর্ম করছিলেন গৃহবধূ রেনু। তবে তাদের বসতঘরে ও বাড়িতে এলোমেলোভাবে ঝুলছিলো বৈদ্যুতিক তার। সেই বৈদ্যুতিক তারে হাত লাগলে তৎক্ষণাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন।

পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার সাম্প্রতিক দেশকালকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫