Logo
×

Follow Us

জেলার খবর

গাইবান্ধায় নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল কিশোরের

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩১

গাইবান্ধায় নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল কিশোরের

প্রতীকী ছবি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোস্তাক শাহরিয়ার দ্বীপ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাক শাহরিয়ার দ্বীপ উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশি গ্রামের সাইফুর রহমান সবুরের ছেলে।

জানা গেছে, শনিবার বন্ধুদের সাথে গোসল করতে যান দ্বীপ, ডুব দিয়ে আর ভেসে না উঠায় বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করে এবং পরিবারকে জানায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ব্রহ্মপুত্র নদী থেকে তার লাশ উদ্ধার করে।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রজ্জব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫