চেক ডিজঅনার (এনআই) অ্যাক্টের মামলায় নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আলম খানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান। এর আগে সোমবার দুপুরে নওগাঁ শহরের কাঁচা বাজার এলাকা থেকে তাকে প্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী ও বিবাদীর পরিবার সূত্রে জানা যায়, ২০১৩ সালের দিকে সামসুল আলম খান উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময় হত দরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের মাঝে চাঁদার বিনিময়ে নলকূপ ও স্যানিটেশন (হাইসাওয়া-এসডিসি) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে চুক্তিবন্ধ করে নিজ নামীয় চেক হস্থান্তর করেন।
প্রকল্পের নামে অবৈধভাবে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা উত্তোলনের অভিযোগ এনে মামলা করেন নওগাঁ -৩ আসনের (বদলগাছী-মহাদেবপুর) সাবেক সংসদ সদস্য ড. আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মায়া চৌধুরী। এর প্রেরিক্ষে প্রকল্পটি বাতিল হলে ৮ লাখ পাওনা দাবি করে বলিহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মুহাম্মদ হাতেম আলী ২০১৬ সালে আদালতে মামলা দায়ের করেন। সেই চলামান মামলার প্রেরিক্ষে আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হলে সামসুলকে প্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুলের ছোট ভাই বিদ্যুৎ হোসেন বলেন, এই মামলায় নিম্ন আদালত আমার ভাইয়ের পক্ষে রায় দিয়েছিল। পরবর্তীতে বিবাদী উচ্চ আদালতে আপিল করলে আমার ভাইয়ের কাছে নোটিশ আসে আদালতে হাজির হওয়ার জন্য। পেশাগত কাজে ব্যস্থতার কারণে সঠিক সময়ে হাজিরা দিতে না পারায় আদালত এক পক্ষ রায় দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আশা করছি আইনিভাবে আমরাই জয়ী হবো।
মামলার বাদী নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মুহাম্মদ হাতেম আলী বলেন, ২০১৩ সালে সামসুলের সাথে আমার ব্যবসায়ীক লেনদেন ছিল। পরে আমার পাওনা টাকা পরিশোধ না করার কারণে আদালতে মামলা দায়ের করি। সেই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জেনেছি।
বিষয়টি নিয়ে কথা হলে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, চলতি মাসের ১৬ তারিখে আদালত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুলের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির নোটিশ থানায় আসে। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নওগাঁ শহরের কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নওগাঁ বদলগাছী সামসুল আলম খান গ্রেপ্তার
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh