মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়েছে।
মুন্সিগঞ্জের লৌহজং থানার কান্দিপাড়ায় ৪০৭ জন গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন।
প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান কার্যক্রমে কোস্ট গার্ড সদর দপ্তরের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট আহ্মেদ রিফাত তাহ্মিদ, এএমসি ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মুন্সিগঞ্জ বাংলাদেশ কোস্ট গার্ড বিনামূল্যে চিকিৎসা সেবা মেডিকেল অফিসা চিকিৎসা কার্যক্রম ওষুধ সামগ্রী বিতরণ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh