Logo
×

Follow Us

জেলার খবর

‘বেগম জিয়া ইতিহাসে ঘৃণিত প্রধানমন্ত্রী’

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৪

‘বেগম জিয়া ইতিহাসে ঘৃণিত প্রধানমন্ত্রী’

বক্তব্য রাখছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ছবি: জামালপুর প্রতিনিধি

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত প্রধানমন্ত্রী। যিনি এতিমের টাকা আত্মসাৎ করে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত। সেই কারাভোগী নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে বিএনপি আল্টিমেটলি দেয়।

আল্টিমেটাম প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা তাণ্ডব চালাবা, অপতৎপরতা চালাবা, এর ফলাফল ভালো হবে না। আমরা বসে থাকবো না। তোমাদের শায়েস্তা করার জন্য যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীরা প্রস্তুত।

জামালপুরের সরিষাবাড়ীতে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ডা. মুরাদ। সরিষাবাড়ী বাসটার্মিনাল থেকে প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য মুরাদ হাসান বলেন, তোমরা ছাগলহাটির (বিএনপির দলীয় কার্যালয়) বাইরে বের হলে চামড়া থাকবে না। তোমরা যত ঘণ্টার আল্টিমেটাম দিবা, তত ঘণ্টা থাকতে পারবা, এর বেশি থাকতে পারবা না। যদি সরিষাবাড়ীতে উত্তপ্ত করার চেষ্টা করো, চামড়া তুলে সে চামড়া দিয়ে ডুগডুগি বানানো হবে।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, সাবেক কাউন্সিলর কালাচাঁন পাল প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫