Logo
×

Follow Us

জেলার খবর

সরিষাবাড়ীতে যুবলীগের সদস্য সংগ্রহ-নবায়ন কার্যক্রম উদ্বোধন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ২০:৫৭

সরিষাবাড়ীতে যুবলীগের সদস্য সংগ্রহ-নবায়ন কার্যক্রম উদ্বোধন

জামালপুরে উপজেলা যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশে উপজেলা যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা।

উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহাবীর ইসলাম দোলন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য ফজলুল হক, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি।

এসময় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সক্রিয় ভূমিকা রাখবে।

একইসাথে আওয়ামী লীগ থেকে যাকেই নৌকা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত করা হোক তাকেই বিজয়ী করার আহ্বান জানানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫