Logo
×

Follow Us

জেলার খবর

মহেশখালীতে অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন, যুবক গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১৯:৩৭

মহেশখালীতে অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন, যুবক গ্রেপ্তার

অস্ত্রসহ গ্রেপ্তারকৃত যুবক। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে দিন দুপুরে বন্দুক নিয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করে স্থানীয়দের ভয়ভীতি দেখান এক যুবক। এসময় স্থানীয়রা তা আচ করতে পেরে ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ জানালে পুলিশ শাহাব উদ্দিন (২৩) নামে এক যুবককে বন্দুকসহ গ্রেপ্তার করে।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহাব উদ্দিন স্থানীয় পশ্চিম ফকিরাঘোনা চানমিয়া পাড়ার আব্দুর রহিমের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকার মোহাম্মদ আরিফের মুদি দোকানের সামনে থেকে শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজতে থাকা একটি এলজি বন্দুক উদ্ধার করা হয়। উপস্থিত জনগণের সামনে শাহাব উদ্দিন উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি তার নিজের বলে স্বীকার করে। পরে তাকে অস্ত্রসহ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫