কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আজিম উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। আজ রবিবার (১৫ অক্টোবর) দুপুরে আজিমকে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন।
আজিম উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আমান উল্লাহর ছেলে।
গতকাল শনিবার (১৪ অক্টোবর) রাতে উখিয়ার লম্বাশিয়া-২ইস্ট রোহিঙ্গা ক্যাম্পর এ-৭ব্লকের সামনে এ অভিযান পরিচালনা করে আজিমকে গ্রেপ্তার করা হয়।
রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার রোহিঙ্গাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এপিবিএন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh