ব্রাহ্মণবাড়িয়ায় মা ও ২ সন্তানকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১৩:২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মা ও দুই সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে।
আজ সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী গ্রামের সৌদি আরব প্রবাসী শাহ আলমের ঘর থেকে তার স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৬) ও ছোট ছেলে মহিনের (৭) লাশ উদ্ধার করে পুলিশ।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, বাড়ির মালিক শাহ আলম সৌদি আরবে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করতেন। সকালে গৃহকর্মী এসে দেখেন বাড়ির গেইট লাগানো। অনেক ডাকাডাকির পরও গেইট খুলছিল না। পরে আশেপাশের অন্যান্য লোকজনকে নিয়ে চেষ্টা করে গেইট খুলে সবাই ভেতরে ঢুকেন। ভেতরে গিয়ে দেখেন ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তাদের মধ্যে জেসি ও মাহিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আর মহিনের হাতে জখম রয়েছে। তবে ঘর থেকে কোন কিছু নিয়ে যাওয়ার আলামত পাওয়া যায়নি প্রাথমিকভাবে।
তিনি আরও জানান, পুলিশের একাধিক টিম এই ঘটনার রহস্য উদঘাটনে ঘটনাস্থলে রওনা হয়েছে।