ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি দোকানে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে তিন জন দগ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে পাওয়ার হাউজ রোডে জয় রেফ্রিজারেটর দোকানে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেছেন।
দগ্ধরা হলেন- মোফাসসিল (২২), ইসরাফিল (১৭) ও মোহাম্মদ আরমান (১৮)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের পাওয়ার হাউজ রোডে জয় রেফ্রিজারেটর দোকানে ঝালাইয়ের কাজ করার সময় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে দোকানে আগুন লেগে যায়। পরে দোকানের তিনজন কর্মী ওই আগুনে দগ্ধ হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এবং দ্বগ্ধদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে সার্জারি বিভাগে ভর্তি করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ব্রাহ্মণবাড়িয়া বিস্ফোরণ রেফ্রিজারেটর আগুন দগ্ধ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh