Logo
×

Follow Us

জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৩

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১৭:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৩

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি দোকানে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে তিন জন দগ্ধ হয়েছেন। 

আজ মঙ্গলবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে পাওয়ার হাউজ রোডে জয় রেফ্রিজারেটর দোকানে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেছেন।

দগ্ধরা হলেন- মোফাসসিল (২২), ইসরাফিল (১৭) ও মোহাম্মদ আরমান (১৮)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের পাওয়ার হাউজ রোডে জয় রেফ্রিজারেটর দোকানে ঝালাইয়ের কাজ করার সময় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে দোকানে আগুন লেগে যায়। পরে দোকানের তিনজন কর্মী ওই আগুনে দগ্ধ হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এবং দ্বগ্ধদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে সার্জারি বিভাগে ভর্তি করেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫