‘সচেতন, সংগঠিত ও সোচ্চার নাগরিকই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ও প্রিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজনে রংপুরে অনুষ্ঠিত হয়েছে প্রথম নাগরিকত্ব অলিম্পিয়াড ২০২৩।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় রংপুরের লায়ন্স স্কুল কলেজ অডিটোরিয়ামে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী রাজেশ দে রাজুর সঞ্চালনায় এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে সেরা দশজনকে আকর্ষণীয় পুরষ্কারসহ সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হয়।
অয়োজনে অতিথি হিসেবে ছিলেন- প্রিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কোডিনেটর ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর মহানগরের সভাপতি ফখরুল আনাম বেনজু, বেগম রোকেয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল, রংপুর নারী নেটওয়ার্কের সভাপতি শামসিয়ারা বেগম পলি, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবার হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নাগরিক প্রকল্পের ব্যবস্থাপক জুনায়েদ ইকবাল ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগী সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের অর্ধশতাধিক ইয়ুথ লিডার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রংপুর নাগরিক অলিম্পিয়াড ২০২৩
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh