জামালপুরের সরিষাবাড়ীতে জেলহত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান এলিনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
আজ শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে এলিন ট্রেড সেন্টার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান এলিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার আব্দুল হামিদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি ডা. আ ফ ম শাহানশাহ্ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার বিথি, বিএনএফ নেতা সাংবাদিক মোস্তফা বাবুল, কামরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ রানা সন্তুোষ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন মিয়া।
এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh