Logo
×

Follow Us

জেলার খবর

জামালপুর কারাগারে ২ আসামির মৃত্যু

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ১৫:২৮

জামালপুর কারাগারে ২ আসামির মৃত্যু

জামালপুর জেলা কারাগার। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা কারাগারের বন্দি সাজাপ্রাপ্ত আসামিসহ একইরাতে দুই আসামির মৃত্যু হয়েছে। একজন সোমবার (৬ নভেম্বর) মধ্যরাতে এবং অন্যজন মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে মারা যান।

মৃতদের মধ্যে শাহিন হাওলাদার (৪০) মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দি গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। তিনটি মাদক মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন।

অপরজন ইয়াকুব আলী (৬৫) মেলান্দহ উপজেলার মৃত সিরাজ আলীর ছেলে। একটি হত্যা মামলায় ৩০ বছর কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি, এরমধ্যে  ছয়বছর সাজাভোগ করেছেন।

জামালপুর কারাগারের জেলার আবু ফাতাহ্ জানান, তিনটি মাদক মামলায় গ্রেপ্তার জেলবন্দি শাহিন হাওলাদারের সোমবার রাতে শ্বাসকষ্ট শুরু হয়। রাত ১২.১৫টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাত ১.২০টার দিকে তিনি মারা যান।

অপরদিকে কারাদণ্ডপ্রাপ্ত ইয়াকুব মঙ্গলবার ভোরের দিকে স্ট্রোক করেন। ভোর ৪.১৫টায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫.৪৫টার দিকে তিনিও মারা যান।

তিনি আরো জানান, মৃত আসামীদের পরিবারের কোনো অভিযোগ নেই, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জামালপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম ইফতেখার বলেন, দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫