২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনের হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, বাসে আগুন এবং সাংবাদিকদের উপর হামলা সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতাকর্মীদের যোগসাজশে হয়েছে বলে দাবি করেছেন ডিবি প্রধান হারুন-অর-রশিদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেই কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফিকে জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপি ডিবি প্রধান আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সাংবাদিকদের এ কথা জানান।
ডিবি প্রধান হারুন অর রশিদ বলেছেন, বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানোর লোভ দেখিয়ে সংবাদ সম্মেলন করিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। হাসান সারওয়ার্দী কথিত বাইডেনের উপদেষ্টাকে মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করিয়েছেন।
জিজ্ঞাসাবাদে বলেছেন, তিনি বুঝতে পারেননি সারওয়ার্দীর ট্যাপে পরে সেদিন ওখানে গিয়েছিলেন। সকাল সাড়ে ১১টায় ডিবি প্রদান হারুন অর রশিদ কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে প্রবেশ করেন। তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে আড়াইটার দিকে কারাগার থেকে বের হয়ে আসেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গাজীপুর পিটিয়ে হত্যা বাসে আগুন ডিবি হারুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh