কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম
আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম
কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম
কক্সবাজারে র্যাবের গুলিতে আহত হওয়া বিএনপি নেতার মৃত্যু হয়েছে। চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর জের ধরে কক্সবাজারে আগামীকাল বুধবার (৮ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহত জাগির হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্নাশিয়া গ্রামের মোহাম্মদ আলমের ছেলে এবং সাবেক যুবদল নেতা ও বর্তমান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার (৫ নভেম্বর) রাতে উখিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর বাসায় র্যাব ও পুলিশ এবং আওয়ামী লীগের অস্ত্রধারী কর্মীরা যৌথভাবে বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ঘর-ভাংচুর করে এবং গ্রামবাসীর ওপর গুলি চালায়। এতে বিএনপির তিন নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা জাগির হোসেন (৩৭) মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গণতান্ত্রিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে নেতাকর্মীদের ওপর গুলি চালিয়ে নিহতের প্রতিবাদে কক্সবাজার জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়।
বিবৃতিতে নেতারা জানান, কক্সবাজার জেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে একজন বিএনপি নেতা নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। গত ২৮ অক্টোবরের পরে বিভিন্ন থানায় মামলা দিয়ে ৫৫ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
জাগির হোসেনের ভাতিজা শিহাব উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, গুলিতে কেউ হতাহত হয়েছে কি না জানি না। তবে রবিবার রাতে র্যাবের একটি টহল দলের ওপর উখিয়ার পাইন্নাশিয়া এলাকায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এব্যাপারে র্যাব বাদী হয়ে ৪২ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা করেছে।নিহতের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন বলে জানান তিনি।
কক্সবাজার র্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল এ এইচ সাজ্জাদ হোসেন জানান, রবিবার রাতে পাইন্নাশিয়া এলাকায় র্যাবের টহল দলের ওপর নাশকতা সৃষ্টিকারী একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে র্যাবের কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে উখিয়া থানায় মামলা করে। কিন্তু ওইদিন ঘটনার সময় স্থানীয় কেউ আহত হওয়ার কোনো তথ্য ছিলো না। ঘটনার দুইদিন পরের ঘটনায় একজনকে মৃত দাবি করার বিষয়টি খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের এই অফিসার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার র্যাব বিএনপি নেতা মৃত্যু হরতাল
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh