বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ঢাকার সাভার উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকে ব্যানার ঝুলিয়ে তালা দিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হান।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।
এসময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি লাইভ করেছেন। লাইভ তিনি বলেন, আজকে সাভারে তালা দিয়েছি এরপর দেশের সমস্ত উপজেলা তালা মেরে দেব।
যে ভবনে তালা ও ব্যানার ঝুলানো হয়েছে তার দ্বিতীয় তলায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এবং সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের দাপ্তরিক কার্যালয় রয়েছে।
এ বিষয়ে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব বলেন, উপজেলার যে মূল ভবন সেখানে আমি ও ইউএনও সাহেব বসি এটা তালা দেওয়া থাকে। এই তালা আমাদের কর্মচারীরা ৯টার আগে খুলে ফেলে। কিন্তু সজীব এসে কি করছে বুঝিনি। এটি একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির জন্য করা হয়েছে।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, সকালে আমাদের পরিছন্ন কর্মীরা পরিষদ ভবনের সামনের গেটে একটি ব্যানার ও একটি চাবিসহ তালা গেটের পাশে পড়ে থাকতে দেখে। তারা সেগুলো সংগ্রহ করে রেখে দিয়েছেন বলে আমাকে জানানো হয়েছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়রি করার প্রক্রিয়া চলছে। তবে বিষয়টি আমরাও তদন্ত করে দেখছি আসলে কি হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh