Logo
×

Follow Us

জেলার খবর

পুলিশ সদস্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১৪:০৪

পুলিশ সদস্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তানরা। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

গত ২৮ অক্টোবর মহাসমাবেশের দিন ঢাকায় মুক্তিযোদ্ধা সন্তান সদস্য ও  ঢাকা মেট্রোপলিটনের পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ নামের একজনকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহের কালীগঞ্জে এক বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শাখার সদস্যবৃন্দরা।

আজ রবিবার (১২ নভেম্বর) সকাল ১১ টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে কেন্দ্রীয়  কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শাখার আয়োজনে এ প্রতিবাদ ও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উক্ত শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক পলাশ জোয়ার্দ্দার তুহিন, সহ-সভাপতি আরাফাত হোসেন অপু, গোলাম আকবর, শরিফুল ইসলাম, হানিফ মন্ডল, বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আজমুল হুদা মিন্টু, যুগ্ম-সম্পাদক আব্দুল ওহাব, কামরুল ইসলাম, মিন্টু মিয়া, দপ্তর সম্পাদক ফরহাদ রানা, প্রচার সম্পাদক মিসরুল ইসলাম সেলিম, অর্থ সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

এ অবস্থান কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও মুক্তিযোদ্ধামন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫