Logo
×

Follow Us

জেলার খবর

কুষ্টিয়ায় অস্ত্রসহ আটক ১

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১৫:৩৩

কুষ্টিয়ায় অস্ত্রসহ আটক ১

অস্ত্রসহ আটককৃত যুবক। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রাম থেকে একটি রিভালবার ও ২ রাউন্ড গুলিসহ একাধিক মামলার এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়। আটককৃতরা হলেন- খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের হায়দার মেম্বারের ছেলে মো. ইদ্রিস (৩০)

থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, এসআই আকরামুল হক, সঙ্গীয় ফোর্স নিয়ে খোকসা ওসমানপুর ইউনিয়নের উত্তরপাড়া ওয়াজেদ আলীর বসত বাড়ির পশ্চিম পাশে বাঁশ বাগানের মধ্যে অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ মো. ইদ্রিসকে আটক করে।

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বলেন মো. ইদ্রিসকে আমরা গতরাতে অস্ত্রসহ আটক করেছি। অস্ত্র মামলায় তাকে রবিবার দুপুরে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫