Logo
×

Follow Us

জেলার খবর

নারায়ণগঞ্জে বাসে আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ২১:৪৬

নারায়ণগঞ্জে বাসে আগুন

নারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী বাসে আগুন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ২ নং ঢাকাশ্বরী এলাকায় নাফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, বাসটিতে কেউ আগুন দিয়েছে নাকি দুর্ঘটনার কারণে আগুন লেগেছে সে বিষয়টি তদন্ত করে জানানো যাবে।

আজ রবিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে বাসটিতে আগুন লাগে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাত ৮টার দেকে ঢাকাশ্বরীতে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। গাড়িতে কেউ অগ্নিসংযোগ করেছে কিনা বা গ্যাসে চালিত গাড়িতে দুর্ঘটনায় আগুন লেগেছে কি না তা তদন্তের পর বলা যাবে। তবে, এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযেগিতায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫