-6554a2b33cd93.jpeg)
র্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রদলের দুই নেতা। ছবি: বরিশাল প্রতিনিধি
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনিসহ দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গ্রেপ্তারকৃত অপরজন হলেন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আহাদ হোসেন আবির।
আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল র্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মন্ডার খন্দকার আল মঈন।
মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, ঢাকা এবং বরিশালে ২৮ অক্টোবরের পরে নাশকতা এবং সহিংসতার ঘটনায় যে মামলাগুলো হয়েছে সেসব মামলার এজাহারভুক্ত আসামি রনি। আগেও তার বিরুদ্ধে আরো পাঁচটি মামলা রয়েছে। ইতিপূর্বে ২০১৮ সালে নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে এক মাসের অধিক সময় কারাভোগ করেছে।
অপরদিকে আহাদ হোসেন আবির গ্রেপ্তারকৃত রেজাউল করিম রনির সহযোগী। তিনি গ্রেপ্তারকৃত রেজাউল করিম রনির সহযোগী।
তাদের দুজনের বিরুদ্ধেই আইনাণুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।