Logo
×

Follow Us

জেলার খবর

নেত্রকোণায় বিএনপি কর্মী গ্রেপ্তার

Icon

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১৮:৪৮

নেত্রকোণায় বিএনপি কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত বিএনপি নেতা। ছবি: নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলায় নাশকতার মামলায় অভিযুক্ত মো. নজরুল ইসলাম খান (৪৪) নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ নভেম্বর) মো. নজরুল ইসলাম খানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার রাতে উপজেলার স্টেশন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. নজরুল ইসলাম খান উপজেলা সদরের পূর্বধলা (রাজপাড়া) গ্রামের মৃত আদম আলী খানের ছেলে।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিন জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন নজরুল ইসলাম খান। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্টেশন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫