সিরাজগঞ্জে ৬৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১৫:১২
-65587ff9cccc7.jpg)
গাঁজাসহ আটককৃত ব্যক্তি। ছবি: সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা এলাকা থেকে ৬৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব ১২।
আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ হাটিকুমরুলে র্যাব-১২ হেডকোয়াটারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে নওগাঁ গামী একটি লবণ ভর্তি ট্রাকের পিছন দিক থেকে দুইটি বস্তা উদ্ধার করা হয়। দুই বস্তায় বিশেষ পদ্ধতি পলিথিনে মোড়ানো অবস্থায় ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাক চালক মো. আবু হোসেনকে আটক করে র্যাব। ট্রাকটি জব্দ করা হয়।
র্যাব জানায়, আটককৃত আবুল হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে একজনকে হত্যা করার মামলা রয়েছে সেই মামলায় তিনি জামিনে রয়েছেন। তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হবে।