Logo
×

Follow Us

জেলার খবর

শিক্ষাঙ্গন উন্নয়নে জাহেদী ফাউন্ডেশনের আর্থিক অনুদান

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১৯:৩৩

শিক্ষাঙ্গন উন্নয়নে জাহেদী ফাউন্ডেশনের আর্থিক অনুদান

তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ হাজেরাতুন নেছা কওমী মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাতে ঝিনাইদহ শহরের খাজুরা জোয়াদ্দার পাড়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণ এ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী (হিজল)। তিনি অনুষ্ঠান চলাকালে মহিলা মাদ্রাসার উন্নয়নের জন্য ১৫ হাজার টাকার নগদ অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা আনোয়ারুল কবির যশোরী। অনুষ্ঠানের আয়োজন করে খাজুরা গ্রামবাসী।

মেয়র তার বক্তব্যে বলেন, আমরা সবসময় শিক্ষাঙ্গনের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। এর কোনো বিকল্প নেই। শিক্ষাই সমাজকে বদলে দিতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫