লালমনিরহাট সদর-৩ আসনে এবার এককভাবে দলীয় প্রার্থী চাচ্ছেন তৃণমূল আওয়ামী লীগ। তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানকে এবার এমপি হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা বিএনপির চলমান নৈরাজ্য ঠেকাতে মতিয়ার রহমানকে নৌকা প্রতীক দেবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে অ্যাডভোকেট মতিয়ার রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন দলের নেতাকর্মীরা।
এসময় জেলা আওয়ামী লীগ, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আর লাঙ্গল ঘাড়ে নিতে চায় না লালমনিরহাট আওয়ামী লীগ। দীর্ঘদিন আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য না থাকায় তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা থেকেছেন অবহেলিত। এ কারণে ধীরে ধীরে সংগঠনটি দুর্বল হয়ে পড়েছে। এবার সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমানকে লালমনিরহাট-৩ আসনে নৌকার মাঝি হিসেবে দেখতে চান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সম্পাদক কাজী নজরুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সম্পাদক শাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাশ, সম্পাদক আরিফ ইসলাম প্রমুখ।
উল্লেখ, লালমনিরহাট-৩ আসনে দীর্ঘ দিন থেকে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচিত হয়ে আসছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : লালমনিরহাট সংবাদ সম্মেলন আওয়ামী লীগ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh