
উপবন এক্সপ্রেস ট্রেন। ছবি: সংগৃহীত
সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশনের মাস্টার নুরুল ইসলাম। তিনি জানান, ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। কীভাবে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও জিআরপি পুলিশ আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।