
মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি ও রুমানা আলি টুসি। ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে মনোনয়ন বঞ্চিত হয়েছেন গাজীপুর-৩ শ্রীপুরের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।
অপর ৪টি আসনে বর্তমান সংসদ সদস্যগণের ওপরেই আস্থা রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই দলীয় প্রার্থী হিসাবে পুনরায় মনোনয়ন পেয়েছেন গাজীপুর ১, ২, ৪ ও ৫ আসনের সংসদ সদস্যগণ। তবে, চমকের বিষয় হচ্ছে, ৫ আসনের মধ্যে ৩ জন নারীকে নির্বাচনের জন্য মনোনয়ন দিলো আওয়ামী লীগ।

গাজীপুরের ৫টি আসনের নৌকার মাঝি হলেন যারা- গাজীপুর-১: আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২: আলহাজ্ব জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩: রুমানা আলি টুসি, গাজীপুর-৪: সিমিন হোসেন রিমি ও গাজীপুর-৫: মেহের আফরোজ চুমকি।