Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে ৪ আসনে পুরাতনরাই নৌকার মাঝি

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১২:২৮

নাটোরে ৪ আসনে পুরাতনরাই নৌকার মাঝি

মো. শহিদুল ইসলাম বকুল, মো. শফিকুল ইসলাম শিমুল, জুনাইদ আহেমদ পলক ও সিদ্দিকুর রহমান পাটোয়ারী। ছবি: সাম্প্রতিক দেশকাল

নাটোরে চারটি আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, মো. শফিকুল ইসলাম শিমুল, জুনাইদ আহেমদ পলক ও সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নে নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম বকুল।

নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে টানা তৃতীয় বার ক্ষমতাশীল দল আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ মো. শফিকুল ইসলাম শিমুল।

নাটোর-৩ (সিংড়া) আসনে নাটোর আওয়ামী লীগ সহ-সভাপতি ও বর্তমান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক টানা চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫