Logo
×

Follow Us

জেলার খবর

এক লাখ ৮০ হাজার ইয়াবা ফেলে পালালো পাচারকারী

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ২১:১৯

এক লাখ ৮০ হাজার ইয়াবা ফেলে পালালো পাচারকারী

টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপির সদস্য। ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদীর পাড়ে অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে পাচারকারীরা নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপির সদস্যরা গফুরের প্রজেক্ট এলাকায় নাফ নদীর পাড়ে এ অভিযান চালায়।

টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার ভোরে মিয়ানমার হতে মাদকের চালান বাংলাদেশে পাচার হওয়ার গোপন সংবাদ ছিল। রাতে সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপির সদস্যরা গফুরের চিংড়ি প্রজেক্ট এলাকায় কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। ভোরে চারজন ব্যক্তি একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা। এ সময় টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে অন্ধকারের সুযোগে নৌকা হতে লাফিয়ে নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতর হয়ে সাতরিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। টহলদল তল্লাশী করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৪টি প্লাস্টিকের ব্যাগের রাখা এক লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫