Logo
×

Follow Us

জেলার খবর

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১৯:০২

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মহেশপুর থানা। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মকলেছুর রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন এবং দুই জন আহত হয়েছেন। আজ রবিবার (১০ ডিসেম্বর) মহেশপুর-চৌগাছা সড়কের ইন্দিরা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মকলেছুর রহমান উপজেলার শঙ্করহুদা গ্রামের আনছার আলীর ছেলে। তিনি রাইস মিলের ম্যাকানিক ছিলেন।

আহতরা হলেন- গোপালপুর গ্রামের ইদবার আলীর ছেলে রিফাত (১৭) ও শ্রীরামপুর গ্রামের হৃদয় (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ১০টায় মকলেছুর বাড়ি ফেরার পথে মহেশপুর শহরের ইন্দিরা মোড় এলাকায় পৌঁছালে দুই যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে সামনে থেকে আঘাত করেন। এতে মকলেছুর, রিফাত ও হৃদয় আহত হন। আহতদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকলেছুরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫