Logo
×

Follow Us

জেলার খবর

চুয়াডাঙ্গায় নৌকা প্রতীকের ২ প্রার্থী জয়ী

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:১০

চুয়াডাঙ্গায় নৌকা প্রতীকের ২ প্রার্থী জয়ী

নৌকা প্রতীকের বিজয়ী দুই প্রার্থী। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে চতুর্থবারের মত নৌকা প্রতীকের দুইজন প্রার্থী জয়ী হয়েছেন।

গতকাল রবিবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বেসরকারীভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, চুয়াাডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৬ হাজার ২৬৬ ভোট পেয়ে চতুর্থবারের মত বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা সিআইপি ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ হাজার ৭৬৮ ভোট।

এছাড়া এ আসনে মাইওয়ান মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক খান সিআইপি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক খান ফ্রিজ প্রতীকে ৫৯ হাজার ১৮০ ভোট পেয়েছেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন পেয়েছেন ৫৭১ ভোট। ন্যাশনাল পিউপলস পার্টি মনোনীত প্রার্থী ইদ্রিস চৌধুরী আম প্রতীকে পেয়েছেন ৫৪০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী এম.শহিদুর রহমান ট্রাক প্রতীকে পেয়েছেন ৯৫৮ ভোট। এ আসনের মোট ভোটার ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। ১৮১ ভোট কেন্দ্রে সর্বমোট প্রদত্ত ২ লাখ ৩৫ হাজার ৮১৭ ভোট। যা মোট ভোটের ৪৯ শতাংশ। বাতিল ভোট ৫ হাজার ৫৩৪ টি। ৬ জন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত ও জেলা আওয়ামী লীগরে সাবেক সহ-সভাপতি আলী আজগার টগর নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে চতুর্থবারের মত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৬০ হাজার ৮৩৪ ভোট। তাছাড়া এ আসনে স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু ঢেঁকি প্রতীকে ভোট পেয়েছেন ২৯ হাজার ৭৫১ ভোট, জাতীয় পার্টি মনোনীত অ্যাডভোকেট রবিউল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭৭৮ ভোট, ন্যাশনাল পিউপলস পার্টির প্রার্থী ইদ্রিস চৌধুরী আম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩০ ভোট, জাকের পার্টির মনোনীত প্রার্থী আব্দুল লতিফ খান গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু) মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ ইয়াছিন উল্লাহ মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ২১১ ভোট, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিম ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৫১ ও স্বতন্ত্র প্রার্থী নজরুল মল্লিক ফ্রিজ প্রতীকে ৮২৯ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ১৭৫ জন। ১৭৩টি ভোট কেন্দ্রে প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৪৮৩। ভোটের হার ৪৬ শতাংশ। বাতিল ভোট ৭ হাজার ৬৬৯টি। এ আসনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনকালীন দায়িত্বরত বিচারকগণ চুয়াডাঙ্গা-২ আসনের দর্শনা সরকারী কলেজ কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দর্শনা কলেজ পাড়ার মরহুম লুৎফর রহমানের ছেলে নৌকা প্রতীকের সমর্থক আরিফুল ইসলাম লাটু (৪৬) কে ২ বছরের সশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ এবং জালভোট প্রদান করায় জীবননগর উপজেলার পাকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মতিয়ার রহমানের ছেলে নৌকা প্রতীকের সমর্থক সামাউল ইসলামকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দেন পৃথক দুটি সংক্ষিপ্ত বিচার আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্পিতা আকতার ও তৌহিদুল ইসলাম।

চুয়াডাঙ্গা-১ আসনের গাড়াবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দুইজন মহিলা আহত হয়। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। জালভোট প্রদান করার কারণে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থক ফরিদপুর গ্রামের আক্বাস আলীর ছেলে হোটেল ব্যবসায়ী বজলুর রহমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় সংক্ষিপ্ত বিচারীক আদালতের বিচারক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫