নবনির্বাচিত সংসদ সদস্য মহুলকে ফুলেল সংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ২০:১৬
-659c03b32ec7e.jpg)
ফুলেল শুভেচ্ছায় সিক্ত মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি: সাম্প্রতিক দেশকাল
ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৮ জানুয়ারি) বিকেলে ওয়াজির আলী স্কুল মাঠে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। সবসময় আমাকে আপনারা পাশে পাবেন। আমি আপনাদের কথা বলতে চাই। আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা আমার পাশে ছিলেন বলেই এ বিজয় সম্ভব হয়েছে। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। ঝিনাইদহের উন্নয়ন করাই আমার প্রধান কাজ। জেলায় অনেক সমস্যা আছে সবই এক এক করে সমাধান করবো।
এসময় উপস্থিত ছিলেন- মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ভাই পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ও আবু শাহরিয়ার জাহেদী পিপুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা বাস-ট্রাক শ্রমিকলীগ নেতা হাবিবুর রহমান হাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।