Logo
×

Follow Us

জেলার খবর

স্বামীর উপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ১০:৫১

স্বামীর উপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণ

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় স্বামীর উপস্থিতিতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং ছড়া বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ নারী পুলিশকে জানায়, স্বামী নাছির উদ্দীন তাকে প্রায় সময় নির্যাতন করতো। তাদের সংসারে প্রায় সময় অশান্তি লেগেই ছিল। ধর্ষণের শিকার নারীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় তার স্বামী তিন যুবককে নিয়ে ঘরে আসে। স্বামীর ইন্ধনে ওই যুবকরা উপর্যুপরি ধর্ষণ করার পর তাকে রাস্তায় ফেলে রেখে যায়। এরপর সড়কে কান্নাকাটি করতে থাকেন তিনি।

নাছির উদ্দীন ধর্ষণের শিকার নারীর দ্বিতীয় স্বামী। পূর্বের সংসার ছেড়ে আসার পর ২ বছর আগে নাছিরের সাথে ওই নারীর বিয়ে হয়। তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগে থাকতো বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ঘটনার মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫