Logo
×

Follow Us

জেলার খবর

কাপ্তাইয়ে বৌদ্ধ বিহারে যুবকের ‘আত্মহত্যা’

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ১৫:৪১

কাপ্তাইয়ে বৌদ্ধ বিহারে যুবকের ‘আত্মহত্যা’

প্রতীকী ছবি

জেলার কাপ্তাই উপজেলার একটি বৌদ্ধ বিহারে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার অভিযোগ ওঠেছে। গতকাল সোমবার (৯ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সীমাঘরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই যুবকের নাম উক্যসাইং মারমা (১৮)। তিনি রাইখালী ইউনিয়নের ডংনালা উপর পাড়ার মংথোয়াই মারমা ছেলে। উক্যসাইং কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা জানান, ছেলেটির আত্মহত্যার খবর পাওয়ার পর আমি বিস্তারিত খোঁজখবর নিয়েছি। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি নিশ্চিত হতে পারিনি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, ওই যুবক বৌদ্ধ বিহারে থেকে পড়াশুনা করত। রাতে বৌদ্ধ বিহারের সীমাঘরে দরজা লাগিয়ে সেই আত্মহত্যা করে। ঘটনাস্থলে পুলিশ গেছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫