Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১৫:১৪

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্ত্বিপুর গ্রামের নিউমডার্ন ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে সাদিয়া খাতুন নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাদিয়া সাতক্ষীরা জেলার তালা উপজেলার শালিখা গ্রামের জিল্লুর রহমানের ছেলে। শিশুটির বাবা উপজেলার তত্ত্বিপুর এলাকার নিউমডার্ন ইটভাটায় শ্রমিকের কাজ করতো।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে শিশু সাদিয়া ইটভাটার পাশে খেলা করছিলেন। এসময় বসতবাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া পথে তিনি মারা যান।

তত্ত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সম্রাট হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫