ইউপিডিএফের ৪ নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ির পানছড়িতে চার ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফসহ চার সংগঠন।

আজ রবিবার (২১ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও ইউপিডিএফ জেলা ইউনিটর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় কুতুকছড়ি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে। পরে কুতুকছড়ি মধ্যমপাড়া ধর্মঘর মাঠ প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক তৈনুমং মারমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের প্রতিনিধি পিংকি চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের জেলা সভাপতি রিমি চাকমা ও ইউপিডিএফ সংগঠক বিবেক চাকমা প্রমুখ।


সমাবেশ থেকে খাগড়াছড়ির পানছড়িতে খুনের ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া গুম-খুনের যদি  বিচার হতো তাহলে  এমন ঘটনা ঘটতো না। বিপুল, সুনীল, লিটন, রুহিনদের হত্যার ৪১ দিন পার হয়ে গেলেও খুনিদের পুলিশ-প্রশাসন এখনো গ্রেপ্তার করতে পারেনি। হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর রাতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার অনিল পাড়ায় গুলি করে ইউপিডিএফের সহযোগী সংগঠনের চার যুব নেতাকে হত্যা করা হয়। এই ঘটনার পর থেকে খুনের বিচার দাবি ও হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে টানা আন্দোলন করছে ইউপিডিএফ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh