Logo
×

Follow Us

জেলার খবর

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ২১:৫৮

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

তুষভান্ডার রেল স্টেশন। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় জমিলা বেগম (৪০) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার তুষভান্ডার রেল স্টেশনের অদূরে  শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জমিলা বেগম (৪০)। তিনি উপজেলার শ্রুতিধর এলাকার ওসমান গণির স্ত্রী।

রেলওয়ে পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর এলাকায় আসলে এ সময় জমিলা বেগম রেল লাইন পার হতে গিয়ে ট্রেন তাকে ধাক্কায় দেয়। এসময় জমিলা বেগম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। 

লালমনিরহাট রেলওয়ে থানার এসআই আল মমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫